ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে যাওয়া যাবে না

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব স্পষ্ট বলে দিয়েছে, হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। আর এ ভিসা শুধু ২০২৪ সালে হজ পালনের জন্যই।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসায় কেবল জেদ্দা, মদিনা ও মক্কায় ভ্রমণ করা যাবে।

হজ ভিসা কাজ, বসবাস বা এসব অঞ্চলের বাইরে যাওয়ার জন্য বৈধ নয়। বিধি লঙ্ঘন করলে ভবিষ্যতে হজে অংশগ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর হজযাত্রী ছাড়া অন্যান্য দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের মধ্যে যারা হজ করতে চান, তাদের অবশ্যই হজের ভিসা নিতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হজ ভিসার জন্য এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দিচ্ছে। কোটা পূরণ সাপেক্ষে জিলহজ মাসের ৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।