ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে টি টেন ক্রিকেটে সোহাগ স্মৃতি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম :

 

চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহরস্থ হক সাহেব গলি তরুণ সমাজ আয়োজিত মিলনমেলা ও টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে সোহাগ স্মৃতি এবং রানার্সআপ দল শাহিন স্মৃতি।

ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন জয়ী দলের মিনহাজ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তালহা। গ্রুপের ম্যান অব দ্যা ম্যাচ নিকাত, সামির, মিনহাজ, তালহা এবং ক্ষুদে ক্রিকেটাররা।

শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও ছাত্রনেতা মোঃ লোকমান, রাশেদুজ্জামান রাসেল, সাবেক ফুটবলার মোঃ হুমায়ুন কবির,ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, আয়োজক কমিটির পক্ষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোঃ আপন মাহমুদ, রানার্স আপ দলের নিকাত,হক সাহেব স্মৃতি সংসদের মামুন আফছার, নারিকেল তলা স্পোটিং ক্লাবের মোঃ সোহেল রানা, কমিটির অন্যতম সদস্য, মানবাধিকার সংগঠক মোঃ সিফাত, মোঃ মনিসহ তরুণ প্রজন্মের সাবেক ও বর্তমান সংগঠকেরা।

ফাইনালে ১১২ রানে বিশাল ব্যবধানে শাহীন স্মৃতিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সোহাগ স্মৃতি সংসদ।

ম্যাচ পরিচালনা করেন আম্পয়ার ফয়সাল ও শিপন। ধারা ভাষ্যকার হিসেবে পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইদুর রহমান মুরাদ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট