ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার কেলিশহরে ধর্ম সভায় এমপি মোতাহের

আবদুল হাকিম রানা,পটিয়া :

পটিয়ার কেলিশহরে পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজ ও শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী মঙ্গল দাশ মোহস্ত (কালাবাবা) মহারাজ স্মরণে ১৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী,ড.কৌশিক দেব,সাংবাদিক শিপংকর শীল, মিলন চন্দ্র দেবনাথ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার শপথ নিতে হবে

 

জন প্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, এদেশে স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে চলমান উন্নয়ন অগ্রগতির চাকাকে স্তব্ধ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা সুযোগ পেলেই যে কোন ধরনের অঘটন ঘটিয়ে বাংলাদেশকে আবারো পাকিস্তান বানানোর চেষ্টা করবে।

 

তাই দেশের চলমান উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে যে কোন সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সকলকে মুক্তিযুদ্বের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি গতকাল পটিয়া উপজেলার কেলিশহরস্থ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী সত্যানন্দ মহারাজ ও শ্রী শ্রীমৎ ১০৮ স্বামী মঙ্গল দাশ মোহস্ত (কালাবাবা) মহারাজ স্মরণে ১৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গীতা প্রতিযোগিতা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

 

এতে উদ্বোধক ছিলেন শ্রীশ্রী ব্রহ্মমঠ ও মিশন বোয়ালগাঁও,আনোয়ারার অধ্যক্ষ, স্বামী তাপসানন্দ গিরি মহারাজ।মিলন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড.কৌশিক দেব বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য সাংবাদিক শিপংকর শীল, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ সেন নান্টু, বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সৎসঙ্গ সাধারণ সম্পাদক শ্রী চন্দনময় নন্দী টিটু,পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া,পটিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা ছিদ্দিক আহম্মদ ১১নং কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিখিল দে প্রমূখ। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন রনি চৌধুরী।