ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

মাসুদ রানা,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির ১ জন সহ ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন,উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আতাউল করিম রাসেল,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান টিটু,শ্রমিকলীগ নেতা আফতাব উদ্দিন ও ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ ছবুর সবুজ,স্বতন্ত্র আজাহারুল ইসলাম,আমিনুল ইসলাম ও মোঃ আবু সাঈদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি ও বওলা ইউনিয়ন মহিলা লীগের আহবায়ক পান্না আক্তার।