নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:
গতকাল ৯ মে বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নদী দখল ও দূষণমুক্ত করতে সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা ১৪৩১ এর আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।
কর্ণফুলীর বুকে চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি ও গবেষণা কেন্দ্র ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন আয়োজিত সাম্পান শোভাযাত্রায় দখল ও দূষণের হাত থেকে কর্ণফুলীকে রক্ষার জোর দাবি জানানো হয়।
নগরীর অভয়মিত্র ঘাট থেকে এই শোভাযাত্রা শুরু হয়। সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা ১৪৩১-এ সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন মফিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ)। প্রধান বক্তা ছিলেন বিভাগীয় প্রধান চ্যানেল আই, চট্টগ্রাম ও সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার চেয়ারম্যান চৌধুরী ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে মান্যবর সিএমপি কমিশনার কর্ণফুলী রক্ষার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং কর্ণফুলী নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়ে এমন যে-কোনো অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আইনগত সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় আর ও উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বিশিষ্ট আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজকদের পক্ষে সাংবাদিক মোঃ আলিউর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা স্বক্রিয় উপস্থিত ছিলেন।