নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালীতে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত লেখক উৎসব ও বইমেলার উদ্বোধন করেন মহেশখালী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মকছুদুর রহমান।
মহেশখালী উপজেলা টিডিসি হল রুমে রবিবার ১০ মার্চ লেখক উৎসব ও বইমেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতি সত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা।
বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ মহেশখালীর কবি ও লেখকবৃন্দ।
স্থানীয় লেখকদের আরো কক্সবাজারের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে আরো বেশি বেশি বই লিখার আহ্বান জানান।