ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্নিল আয়োজনে ফুলপুরে পালিত হয় বাংলা নববর্ষ ১৪৩১

মাসুদ রানা, ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান বাঙালির ঐতিহ্যের ধারক বাহক ১ লা বৈশাখ উদযাপন করে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।

 

রবিবার (১৪ এপ্রিল)সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশীষ কুমার কর্মকার, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান,কৃষি অফিসার কামরুল ইসলাম কামু,জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার,৯ নংবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ,৮ নং রুপসী ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ সুলতান চৌধুরী মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিখা রানী বিউটি, ফুলপুর থানা পুলিশের প্রতিনিধি, ফুলপুর সরকারি কলেজের শিক্ষক,ফুলপুর মহিলা কলেজের শিক্ষক, ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র -ছাত্রীরা,সরকারি কর্মকর্তা বৃন্দ,এনজিও প্রতিনিধি, সাংবাদিক,ফুলপুর উপজেলা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

শোভাযাত্রা শেষে আলোচনা অনুষ্ঠান ও মেলায় বাঙালি ঐতিহ্যের রকমারি পন্যের স্টল পরিদর্শন করেন অতিথিরা ।

এরপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সংগীতানুষ্ঠানের আয়োজন ছিলো দিনব্যাপী। বিকালে ফুলপুর সবুজ মেলা মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন ছিলো মনোমুগ্ধকর। ঘুড়ি প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম শৈশবের স্মৃতিচারণ করেন।

দীর্ঘদিন পর ফুলপুরে ১লা বৈশাখ উদযাপন সাধারণ মানুষের মধ্যে বাঙালি ঐতিহ্যের নবজাগরণের সুচনা ঘটেছে।