ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামু পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন নুরুল হক চৌধুরী

নুর মোহাম্মদ, কক্সবাজার :

 

কক্সবাজারের রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী।

 

বুধবার ১৮ অক্টোবর রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড মিলনায়তনে মহি উদ্দিন শরীফের সভাপতিত্বে বরণ ও বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। এ সময় বিদায়ী সভাপতি মোঃ ইউনুচ রানা চৌধুরী ও নবাগত সভাপতি নুরুল হক চৌধুরী বক্তব্য রাখেন।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা সমবায় অফিসার আবুল কালাম, যুব উন্নয়ন অফিসার নুরে আলম মজুমদার, কৃষি অফিসার তানজিলা রহমান , রামু প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম।

 

রামু উপজেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে বক্তব্য দেন রামু উপজেলা সহ সভাপতি নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, মৃণাল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুর্জন শর্মা, নুরুল কবির হেলাল, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বিপ্লব, আব্দুর রাজ্জাক সিকদার রামু উপজেলার নবনির্বাচিত যুবলীগ’র সভাপতি পল্লক বড়ুয়া আপ্পু, রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, চাকমারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন সিকদার, রশিদ নগর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক সায়েম মোহাম্মদ শাহিন, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুপ, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রানা।

 

বিআরডিবির সদস্য মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, মোঃ ফিরোজ মিয়া, সাখাওয়াত হোসেন লাভলু, মোঃ ইসমাইল, হালিম উল্লাহ কায়সার, হাসান তারেক মুকিম, আব্দুল মালেক সিকদার, রামু উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম।

 

তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে সম্মানা স্মারক তুলে দেন বিআরডিবির সদস্যবৃন্দ। বিদায়ী সভাপতি মোঃ ইউনুচ রানা চৌধুরী কক্সবাজার জেলা পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪