ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ঈদ সামগ্রী বিতরণ

মাসুদ রানা,ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার(৯ এপ্রিল ) দুপুরে তারাকান্দা উপজেলা ঈদগাহ মাঠে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এর তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেনG

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ সালাম তালুকদার,মুখলেছুর রহমান, আঃ মালেক, রাকিব তালুকদার,উওর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক,ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি,শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমূখ।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল, চিনি,সেমাই, সাবান। ঈদ সামগ্রী বিতরণ কালে মোতাহার হোসেন তালুকদার জানান,তাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষে ২ শত অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।