ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৩ লাখ পিস ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে তিন লাখ পিস ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ মে) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. শফিক ও উখিয়া উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতলী বালুখালী এলাকার আবদুল করিম ওরফে করিম উল্লাহ। এদের মধ্যে শফিককে তিন লাখ টাকা জরিমানা এবং করিম উল্লাহকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে উভয়কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়া ও অ্যাডভোকেট আবুল কাসেম বাবু মামলাটি পরিচালনা করেন।

 

এইচ .এম.কাদের সি .এন.এন.বাংলা২৪