ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

 শাহ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ উদযাপিত

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারাস্থ আধ্যাত্মিক আউলিয়া, ইসলামিক সাধক হয়রত‌ শাহ মোহছেন আউলিয়া (র:) এর বার্ষিক ওরশ শরিফ উদযাপনে পতেংগাস্থ ড্রাইডক যৌথ আবাসিক কলোনিতে শাহ মোহছেন আউলিয়া ভক্ত আশেকান কমিটির উদ্যোগে ওরশ শরিফ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত কর্মসূচি মঙ্গলবার বাদে আছর অনুষ্ঠিত হয়েছে।

এন্তেজামিয়া কমিটির অন্যতম সাংবাদিক শেখ শফিউল হক, গাউছিয়া কমিটির সদস্য মোঃ আবু তাহের, ক্রীড়া সংগঠক মোঃ হামিদুল হক, সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা, আয়োজক কমিটির সদস্য মোঃ হেলাল মিয়া, আলমগীর মিয়া, মোঃ রাসেদ হোসাইন, মোঃ কামাল বাবুর্চি, মোঃ নাসিমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন ড্রাইডক কলোনি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাহবুবুর রহমান।

কর্মসূচিতে হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার জিয়ারত, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও তবরুক বিতরণ করা হয়।