ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয়াবহ আগুনে ছাই লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

রাজধানীর ডেমরা এলাকায় গ্যারেজে লাগা আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়েছে। প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে বোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস জানায়, ৮টা ৫০ মিনিটে ধার্মিকপাড়ায় বাসের গ্যারেজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আর তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৯টা ৪৮ মিনিটে পাঁচ ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসে আগুন ধরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট