ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় অস্ত্র ব্যবসায়ী আটক, এলজি-কার্তুজ উদ্ধার

পেকুয়া প্রতিনিধি :

 

কক্সবাজারের পেকুয়ায় আজিম উদ্দিন আজু (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব ১৫।রবিবার (১৮সেপ্টেম্বর ) দিনগত রাত আড়াই টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকা থেকে তাকে আটক করে। সে ওই এলাকার হাজী রহমত উল্লাহর পুত্র ও সাবেক এমইউপি।

 

র‍্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার ডুলা ফকির (রহঃ) জামে মসজিদ ঘেষা সরকারি পরিত্যক্ত ওয়াকফ স্টেট এর সামনে কতিপয় দুষ্কৃতিকারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়/অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার উদ্দেশ্যে অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আজিম উদ্দিন নামে একজনকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

 

সূত্র আরো জানান, আসামী আজিম উদ্দিন আজু নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেন। এছাড়াও সে দেশীয় তৈরী এ সকল অস্ত্র-গোলাবারুদ পেকুয়া এলাকা হতে সংগ্রহ করে অত্যন্ত সু-কৌশলে দেশের বিভিন্ন স্থানে দুস্কৃতিকারীদের নিকট নিয়মিতই বিক্রয় করে আসছিলেন। রেকর্ডপত্র যাচাই করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পেকুয়া থানায় বিস্ফোরক দ্রব্য, সরকারি কাজে বাধা, চুরি এবং মারামারি’সহ ০৮টির অধিক মামলা রয়েছে।

 

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওমর হায়দার বলেন, অস্ত্র আইনে র‍্যাবের দায়ের করা মামলায় আসামী আজিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪