ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ডাকাতি ও ছিনতাইকারী সাইফুল বাহিনীর প্রধান গ্রেফতার

নুর মোহাম্মদ,কক্সবাজার :

ডাকাতি ও একাধিক ছিনতাই মামলার আসামী ‘সাইফুল বাহিনী’র প্রধান কুখ্যাত ছিনতাইকারী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

গ্রেফতার সাইফুল ইসলাম কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া এলাকার সুলতানের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের সুগন্ধা বিচ থেকে শুক্রবার (৩ মে) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান টুরিস্ট পুলিশ।

পুলিশ জানায়, একাধিক ডাকাতি মামলায় জড়িত থাকার অভিযোগে সাইফুলকে অভিযুক্ত করা হয়েছে। তিনি কক্সবাজার সদর মডেল থানার ডাকাতি ও ছিনতাই মামলায় এজাহার ভুক্ত আসামি।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও টুরিস্ট পুলিশ এভাবেই অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস দেন।