ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে সম্পত্তির ভাগ না পাওয়ায় বাবার লাশ দাফনে বাধা দিলেন ছেলে

মোঃ মাইনুল হক,নীলফামারী:

নীলফামারীর সদরে সম্মত্তির ভাগ না পাওয়ায় বাবার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

 

শুক্রবার( ২৯ মার্চ)দুপুরে সদরের চাওড়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল টারি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় মৃত ব্যক্তির তৃতীয় ছেলে নওশাদ আলী, বাবার লাশ দাফন ঠেকাতে কবরে শুয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, চাওড়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল টারি গ্রামের বাসিন্দা চার সন্তানের জনক মজিবর রহমান। গতকাল রাতে হটাৎ মজিবর মারা যান তিনি। তবে মৃত্যুর পূর্বে নওশাদ আলী ছাড়া মজিবর রহমান বাকি তিন ছেলেকে সব সম্মত্তি লিখে দেন। ফলে ক্ষোভে ফেয়াতে পড়েন তৃতীয় সন্তান নওশাদ। পুর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ বাবার দাফনে বাধা দেন তিনি। পরে পুলিশেই সহযোগিতায় মরদেহ দাফন করেন স্বজন ও স্থানীয়রা

 

এবিষয়ে চওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির শাহ বলেন, মৃত্যু মজিবর এর তৃতীয় ছেলেকে জমি লিখে, না দেওয়ার কারনে। তৃতীয় ছেলে বাবার লাশ দাফনে বাধা দেয় পরে স্থানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তায় অন্য জায়গায় কবর খুড়ে লাশ দাফন করা হয়।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অন্য জায়গায় কবর খুড়ে লাশ দাফন করা হয়েছে।