ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

এমকে আলম চৌধুরী :

 

কক্সবাজারের চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত আবদুল করিম (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

নিহত আবদুল করিম চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকার স্কুলপাহাড়ের মৃত আলী হোসেনের পুত্র।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান।

 

এর আগে ২৫ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজারে রয়েল প্যালেস এলাকায় তিনি অটোরিকশার ধাক্কায় আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন।

 

তিনি জানান, আবদুল করিমের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের পর শনিবার (২৮ অক্টোবর) ভোরে বাড়িতে নিয়ে আসা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪