ই-পেপার | রবিবার , ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ: সিএমপি কমিশনার

হোসেন বাবলা, চট্টগ্রাম

সবুজের কাছে ঋণ আমাদের আজন্মকালের। কারণ আমাদের একমাত্র আবাসস্থল- পৃথিবীর প্রাণশক্তি জুগিয়ে চলেছে এই একরত্তি সবুজ।

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা যে উদ্বেগজনক, তা আর অজানা তথ্য নয়। আদর্শ হিসাব অনুযায়ী যেকোনও মেট্রোপলিটন শহরেই ৩০ শতাংশ সবুজায়ন প্রয়োজন। তাই কেবল সবুজায়নের সদিচ্ছাই বাঁচিয়ে রাখতে পারে আমাদের নগরকে, দেশকে এবং পৃথিবীকে-

এই ধারণাটিকে বিশ্বাস করে ৩১ আগষ্ট চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ পুলিশ লাইন্সে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

 

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার অফিসার উপস্থিত ছিলেন।

 

এসময়ে কমিশনার কয়েকটি ওষুধি গাছের চারা রোপণ ও পুলিশ লাইন মাঠ পরিদর্শন করেন।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪