ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে পথশিশুদের মাঝে বাংলার নাট্যলোকের শীতবস্ত্র কম্বল বিতরণ

সালেহ আহমদ স’লিপক:
প্রতিবছরের মতো এবারও মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল পথশিশুদের মাঝে বিতরণ করেছে পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন বাংলার নাট্যলোক।

বুধবার (১০ জানুয়ারী) বিকেল ৩টায় মৌলভীবাজার পৌর শহরের কলিমাবাদে সংগঠনের সভাপতি সাংবাদিক দুরুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাট্যকার খালেদ চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক রুবেল খানে সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমদ, সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক ফেরদৌসী সুলতান, সেক্রেটারি সাংবাদিক শ.ই. সরকার জবলু, এলাকার মুরব্বি ফজলুর হক।

বক্তব্য রাখেন সংগঠনের মহিলা বিষয় সম্পাদক মনি রায়, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

পরে অতিথিবৃন্দরা পথশিশুদের হাতে শীতবস্ত্র কম্বল তোলে দেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট