ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের ৯৫তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক:

 

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করেছে ।

 

এরই অংশ হিসেবে বুধবার (২০মার্চ) বুধবার সন্ধ্যা ৭টায় সৈয়দপুরে পুরাতন জাতীয় পাটি র কার্যালয়ে কেক কেটে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের জন্মদিন পালন করা হয়েছে, এমসয় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার সহ সভাপতি ও সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি এবং সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন! জাতীয় ছাত্রসমাজ সৈয়দপুর সরকারী কলেজ শাখার সভাপতি, মোঃ নাজমুল হক,এসময় আরও উপস্থিত ছিলেন দুলাল সরকার, বিদ্যুৎ সরকার, পাপ্পু সরকার, আবদুল হাই, নুর ইসলাম নুরু, আখতারুজ্জামান সরকারসহ নেতৃবৃন্দরা, প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পরে আলোচনা সভা শেষে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে ও দেশ এবং দলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।