ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়াতে সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪ :

 

কক্সবাজারের উখিয়া উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৭ সেপ্টম্বর) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

 

মাসিক উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় সরকারি বনজ সম্পদ রক্ষা, যত্রতত্র বালু উত্তোলন ও পরিবেশ বিধংসী কর্মকাণ্ড বন্ধসহ সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪