ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাহাড়ি কন্যার এতো রূপ-বললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সহধর্মিনী,

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,

 

নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন লেক পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র,আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সহধর্মিনী । ২১ মার্চ দুপুর ১টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি পৌঁছেন। বিকেলে নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

 

এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন,পাহাড়ি এ লেক খুবই সুন্দর। পাহাড়ি কন্যা নাইক্ষ্যংছড়ির এতো রূপ আগে জানতাম না। জানলে অনেক আগেই এখানে ছুটে আসতাম।

 

মন্ত্রী র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপির( গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়) সহধর্মিনী কক্সবাজার থেকে সড়কপথে এসে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে অবস্থিত উপবন পর্যটন লেক” পরিদর্শনে আসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃজাকারিয়া ফুল দিয়ে তাকে স্বাগত জানান এবং পর্যটন লেকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয় উপস্থাপন করেন।

 

আধা ঘন্টার মত অবস্থান করে পরিদর্শন শেষে আগত মন্ত্রী র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়) সহধর্মিনী নাইক্ষ‍্যংছড়ি ত‍্যাগ করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।