ই-পেপার | শনিবার , ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে ৩ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদরের কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পেঁয়াজের দাম বেশি রাখার অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে।

মুদির দোকানদার মোঃ হোসেনকে ৬ হাজার টাকা ও পাইকারি ব্যবসায়ী সোলোমানকে ৩ হাজার এবং খুচরা অপর এক বিক্রেতাসহ মোট ৩ ব্যাবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন।
তিনি সাংবাদিকদের জানান, নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নাইক্ষ্যংছড়ি সদরের বাজারের কাঁচামাল বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ৩ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট