ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা ও কক্সবাজারে নৈরাজ্য ও নাশকতায় অংশগ্রহণকারী আসামী গ্রেফতার

নুর মোহাম্মদ, ককসবাজার:

 

ককসবাজার শহর ও রাজধানীতে নৈরাজ্য এবং নাশকতায় অংশগ্রহণকারী আব্দুল্লাহ আল নোমান নামের একজন গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 

গ্রেফতারকৃত ব্যক্তি চকরিয়া উপজেলার ফাসিয়াখালি ইউনিয়ন’র নতুন পাড়া এলাকার জামাল উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া থানায় নাশকতার অপরাধে ৪টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে নোমান জানায় ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপি মহা-সমাবেশে ককসবাজারের নেতাকর্মীদের সংগঠিত করে নৈরাজ্য ও নাশকতায় সম্পৃক্ততাকার কথা স্বীকার করে।

 

র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে ৫ নভেম্বর রবিবার কক্সবাজার পৌরসভার কলাতলি এলাকা থেকে আব্দুল্লাহ আল নোমান (২৭) গ্রেফতার করে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র ছাত্র সংগঠন চকরিয়া উপজেলা শাখার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বিভিন্ন মিডিয়াতে ২৮ অক্টোবর নাশকতামূলক কর্মকান্ডে অংশগ্রহণ ও নিজেদের বোমায় রক্তাক্ত ও আহত হওয়ার ফুটেজ দেখে তাকে সনাক্ত করে।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪