ই-পেপার | মঙ্গলবার , ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাব-মাঝিকে গুলি করে হত্যা

সালাহউদ্দিন কাদের:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ব্লকে নুর হোসেন ভুট্টো নামে সাবেক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (সাব মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ জুন) রাত দশটার দিকে এই ঘটনা ঘটেছে।

নিহত নুর হোসেন ভুট্টো (৪২) উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট এর ডি/৯ ক্যাম্পের আবদুস শুক্কুরের পুত্র। তিনি ওই ক্যাম্পের সাব মাঝি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার রাতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল নূর হোসেন ভুট্টোকে তিন-চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে নুর হোসেন ভুট্টোকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএনবাংলা২৪: