ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালী পূর্ব-বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের ক্বেরাত প্রতিযোগীতা সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ‘পূর্ব-বড়ঘোনা রহমান পরিবার এ.এ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থবারের মতো ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল, শীতবস্ত্র (কম্বল) বিতরণ, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বড়ঘোনাস্থ হাজ্বী ওয়াহেদ আলী বাড়ি মাঠে এ বর্ণাঢ্য প্রতিযোগীতা অনুষ্ঠান পূর্ব-বড়ঘোনা এ.এ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাষ্টার মকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

ফাউন্ডেশনের সদস্য সচিব লুতফুর রহমান কোম্পানির পরিচালনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান বুলবুল, হাজী আতাউর রহমান, হাজী মিজানুর রহমান, হাজী আরফাতুর রহমান রানা, ইরফানুর রহমান, পর্বঘোনা হাজী এহসান আলীর বাড়ি একতা সংঘের সভাপতি এম শওকতুল ইসলাম আজাদ, আল্লামা সাবের আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান।

 

উক্ত অনুষ্ঠানে বাঁশখালীর ১৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী ক্বেরাত, হামদ, নাতে রাসূল (স.) ইসলামি সংগীত, কবিতা আবৃতিতে অংশগ্রহন করে। এদিন অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করা হয়। বিভিন্ন প্রতিযোগীতায় উর্থীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট