ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষককের মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ‍্যংছড়ি :

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সদর ইউপির প্রধানঝিড়ি গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে এক কৃষককের করুন মৃত্যু হয়েছে।

 

এলাকাবাসী সুত্রে জানা যায় রোববার ভোর ৫ টার দিকে কৃষক নুরুল আলম (৩৫) সে তার ধান ক্ষেতে থেকে বন্য শুকুর তাড়াতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাততে গিয়ে সে বিদ্যুতের তার জড়িয়ে প্রথমে আহত হন।

 

এর পর তাকে নাইক্ষ‍্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন‍্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রামু চাবাগান এলাকায় মৃত্যুবরণ করেন। নাইক্ষ‍্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন সাংবাদিকদের জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে।নাইক্ষ‍্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন সম্পন্ন করা হয়।