ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

দেলওয়ার হোসাইন, পেকুয়া :

বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

১৭ মার্চ, রোববার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এ উপলক্ষে পেকুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, সহকারী কমিশন (ভূমি) রুম্পা ঘোষ, পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহম, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, সাংবাদিক জহিরুল ইসলাম, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, মাষ্টার শাহ আলম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেন, শিক্ষার্থী ফাহমিদা জামান তিশা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হানিফ চৌধুরী।

 

বক্তারা বলেন, বঙ্গবন্ধু জন্ম মানেই বাংলাদেশ সৃষ্টির স্বপ্ন, বাঙালি জাতিকে স্বাধীনতার সুফল সোনার বাংলা গড়তে আজীবন সংগ্রাম করে গেছেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতির পিতার আর্দশকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।

 

এসময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বিএসসি, পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদিপ্ত শেখর ভট্টাচার্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেত্ববৃন্দ শিক্ষক, শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।