ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের চারে চার

অনলাইন ডেস্ক :
দুই ম্যাচ বাকী রেখে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছেন নিউজিল্যান্ড। এবার চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ৪-০ তে এগিয়ে গেলো কিউইরা। হোয়াইটওয়াশের শঙ্কায় এখন পাকিস্তান।

শুক্রবার (১৯ জানুয়ারি) ক্রাইস্টচার্চে টস জিতে পাকিস্তানকে বোলিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। তবে মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে পাকিস্তান। ৬৩ বলে ৯০ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২০ রানের মধ্যে তিন উইকেট হারায় কিউইরা।

গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল মিলে শুরুর এই চাপ সামাল দেন। এরপর পাকিস্তানের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে মারমুখি ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার।

ফিলিপস ও মিচেলের ব্যাটে ১১ বলে হাতে রেখে জয় পায় নিউজিল্যান্ড। ফিলিপস ৫২ বলে ৭০ ও মিচেল ৪৪ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট।