ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গর্জনিয়া সুলতান আহমদ আর নেই,জনাজা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,

 

রামুর বৃহত্তর গর্জনিয়ার সাবেক চেয়ারম্যান মরহুম ইসলাম মিঞা চৌধুরীর বড় ছেলে খ্যাতিমান ব্যক্তি আলহাজ্ব সুলতান আমহদ চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

শুক্রবার (৮ মার্চ) বিকেল ৩টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর স্ত্রী রামুর বিশিষ্ট জমিদার সুলতান আহমদ চৌধুরীর কণ্যা আলহাজ্ব ছেনুআরা বেগম চৌধুরীও মারা গেছেন আগেই।

 

মরহুম আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরী কর্মময় ও ধর্মভীরু পুরুষ ছিলেন। তিনি আমৃত্যু রামু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সিকদারপাড়া আমির আলি চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দীর্ঘদিনের সভাপতি ছিলেন।

 

মরহুমের ভাতিজা গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন- শনিবার সকাল ৯টায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলহাজ্ব সুলতান আহমদ চৌধুরীর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে আমির আলি চৌধুরী জামে মসজিদস্থ পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাঁকে সমাহিত করা হবে।

 

এদিকে তাহার মৃত্যুর খবর সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। অপরদিকে তাহার মৃত্যুতে গর্জনিয়া ইউপি চেয়ারম্যান বাবুল চৌধুরী,সাবেক চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী,সৈয়দ নজরুল ইসলামসহ বিশিষ্ট জনরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।