ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিজেএফআরএ ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্সে ৭০ জন সনদ গ্রহণ করে

মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন এর আয়োজনে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির পরিচালনায় সিজেকেএস ও সিডিএফএ এবং এনএইচটি হোল্ডিংস এর সহযোগিতায় ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ হয়েছে আজ রবিবার (১০-মার্চ) সিজেকেএস কনভেনশন হলে ফুটবল রেফারিজ প্রশিক্ষণ কোর্সের ৭০ জন প্রশিক্ষণার্থী সনদ গ্রহণ করে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ফুটবল রেফারিজ কোর্সের সম্পাদক ও শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মো: সাইফুল্যা মুনির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএইচটি হোল্ডিংস লি: ব্যবস্থাপনা পরিচালক ও সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ তানসীর তৈমুর মোর্শেদ, সাবেক ফিফা এলিট রেফারী ও কোর্স ডাইরেক্টর তৈয়ব হাসান সামশুজ্জামান, শহীদুল ইসলাম লালু, সিজেএফআরএ এর সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারী আব্দুল হান্নান মিরণ, কোর্সের চেয়ারম্যান লুৎফুর করিম সোহেল, সিজেএফআরএ যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন টিপু, নির্বাহী সদস্য শরিফুজ্জামান খাঁন টিপু, সিভাসু এর (সহকারি পরিচালক) মোঃ গোলাম মাওলা, জানে আলম লিটন ও সিজেএফআরএ আজীবন সদস্য হাসান প্রমুখ।