ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ভাই ছুরিকাঘাতে হত্যা করলো ভাইকে

কোহিনূর হেলাল, কক্সবাজার :

 

কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই ছৈয়দ করিম (৪৬) নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকার তেতুলতলা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়ে যান ঘাতক ছালামতউল্লাহ।

এলাকাবাসী জানায়, উত্তর নিদানিয়া এলাকার দুই বাসিন্দা ছালামতউল্লাহ ও ছৈয়দ করিম সম্পর্কে একে অপরের চাচাতো-জেঠাতো ভাই। ছালামতউল্লাহর পিতা ছৈয়দ কাশেম ও ছৈয়দ করিমের পিতা আবুল কাশেম আপন ভাই। পারিবারিক কিছু বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে।

এর জের ধরে মঙ্গলবার সকালে ছালামত উল্লাহ ও ছৈয়দ করিমের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে ছৈয়দ করিমের বুকে আঘাত করেন ছালামতউল্লাহ। এ সময় ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান ছৈয়দ করিম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।