ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরানগঞ্জে উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন আনিছুর রহমান রুবেল

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন আনিছুর রহমান রুবেল ।

শনিবার (০৯ মার্চ ২০২৪) সকাল ৮ টায় ফলিয়ামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এ ভোট শুরু হয়ে চলে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। ভোটের ফলাফলে ৬৩১ ভোট পেয়ে আনিছুর রহমান রুবেল (তালা) বেসরকারী ভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মজিবুর রহমান টিউবওয়েল পেয়েছেন ৩৮২ ভোট ও অপর প্রার্থী নয়াব আলী মোরগ প্রতিকে পেয়েছেন ৩৬৯ ভোট ও আশিকুর রহমান ফুটবল পেয়েছে ৩২৮ ভোট।

নির্বাচনে প্রিজাইটিং অফিসার ফলাফল নিশ্চিত করে জানান, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ আরিফুল ইসলাম এ.এস আই মাহমুদুল হাসান, এবং প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট