ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

পরানগঞ্জে উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন আনিছুর রহমান রুবেল

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হলেন আনিছুর রহমান রুবেল ।

শনিবার (০৯ মার্চ ২০২৪) সকাল ৮ টায় ফলিয়ামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় এ ভোট শুরু হয়ে চলে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। ভোটের ফলাফলে ৬৩১ ভোট পেয়ে আনিছুর রহমান রুবেল (তালা) বেসরকারী ভাবে ইউপি সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী মজিবুর রহমান টিউবওয়েল পেয়েছেন ৩৮২ ভোট ও অপর প্রার্থী নয়াব আলী মোরগ প্রতিকে পেয়েছেন ৩৬৯ ভোট ও আশিকুর রহমান ফুটবল পেয়েছে ৩২৮ ভোট।

নির্বাচনে প্রিজাইটিং অফিসার ফলাফল নিশ্চিত করে জানান, অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ আরিফুল ইসলাম এ.এস আই মাহমুদুল হাসান, এবং প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য।