ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মিল্টনের আশ্রম থেকে উদ্ধার সেলিমের দুটি কিডনি ঠিক আছে: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার থেকে উদ্ধার হওয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সেলিম মিয়ার দুটি কিডনি ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার রাতে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ হাসানুল ইসলাম আকাশ।

এদিন নগরীর প্রান্ত ডায়াগনস্টিক সেন্টারে সেলিমের পরীক্ষা-নিরাক্ষা করেন চিকিৎসক ডা. সৈয়দ হাসানুল ইসলাম আকাশ। তিনি বলেন, রোগীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে তার শরীরে কোনো অস্ত্রোপচার করা হয়নি। দুটি কিডনিই ঠিক আছে। কিন্তু যে জায়গায় কিডনি থাকে সে জায়গায় ক্ষত থাকায় সন্দেহ হয়েছিল। হয়তো রোগী মানসিক ভারসাম্যহীন থাকায় তাকে আটকে রাখার জন্য কোনো কিছু দিয়ে বেঁধে বা বেল্ট পরিয়ে রাখার কারণে ক্ষত হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

সেলিমের চাচাতো ভাই স্থানীয় গ্রাম পুলিশের সদস্য আবদুর রশিদ বলেন, সেলিমকে উদ্ধারের পর পেটে কাটা দেখে সন্দেহ হয় কিডনি খুলে নেওয়া হয়েছে। চিকিৎসকরে কাছে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। চিকিৎসক জানিয়েছেন, সেলিমের দুটি কিডনিই ঠিক আছে। তবে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। কিন্তু ভর্তি না করে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। রোববার ভর্তি করা হবে।

প্রায় ছয় মাস আগে হঠাৎ নিখোঁজ হন সেলিম। অনেক জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কিন্তু ঢাকায় মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে পরিবার শনাক্ত করে সেলিমকে। ঢাকায় গিয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় তাকে। কিন্তু সেলিমের পেটে বড় কাটা দাগ নিয়ে সন্দেহ হয় তাদের। তার পরিবারের দাবি, মানসিকভাবে অসুস্থ হলেও শরীরে কোনো কাটা দাগ ছিল না সেলিমের। তার পেট কেটে কিডনি বা অন্য কোনো অর্গান শরীর থেকে খুলে নেওয়া হয়েছে।