ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সালেহ আহমদ (স’লিপক):

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার পক্ষ থেকে সভাপতি নির্মল কান্তি দেব নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টা ১মিনিটে মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দ সুয়েব আহমেদ, জগদীশ দাশ, এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস, কপিল দেব, শামসুজ্জামান খান শামীম, চমক আচার্য ইমন, অসিদ দত্ত, তাপস দে, সুবিনয় দত্ত, শামীম মিয়া প্রমুখ।

এর আগে দলীয় নেতৃবৃন্দরা চৌমুহনী থেকে র‌্যালি করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।