ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিউনিখ সম্মেলনের দ্বিতীয় দিনেও বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ইয়াসিন কবির জয়, জার্মানি থেকে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিন কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। প্রথম দিনের মত দ্বিতীয় দিনও সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

 

প্রধানমন্ত্রী শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নেতা দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠককালে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

প্রধানমন্ত্রী আজ সকালে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। একই স্থানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক ক

 

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শুক্রবার কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।