ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সীমান্তে কড়া পাহারা বসানো হয়েছে: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে চট্টগ্রাম জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি ।

এসময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সীমান্তে আমাদের বাহিনী কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দেশের সীমানা পাহারা দিচ্ছে। কারো উস্কানি ও ভুল তথ্য দিয়ে যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে তার জন্য সবাই সতর্ক থাকতে হবে।