ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্মার্ট সিটির ধারণা বিশেষ অবদানের স্বীকৃতি পেল,চসিক প্যানেল মেয়র‌ আফরোজা

চট্টগ্রাম ব্যুরো অফিস 

জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় “স্মার্ট সিটির ধারণা” এগিয়ে নিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চসিক প্যানেল মেয়র আফরোজা কালাম-কে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সম্মাননা দেওয়া হয়।এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ ও চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

এদিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪