ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাসুদ রানা, ফুলপুর প্রতিনিধিঃ

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ ই ফেব্রুয়ারী
৯ নং বালিয়া ইউনিয়নের বালিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী প্রতিযোগিতায় অত্র ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিরা ক্রীড়া,

 

সাংস্কৃতিক, কুইজ এ অংশ গ্রহন করেন।এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার মোজাহিদ সরকার। উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মাহমুদুল হাসানের সভাপতিত্বে,অনুষ্ঠানে বালিয়া,শালিয়া,বিলাষাটি,নলচাপড়া,খড়িয়াপাড়া, শালজান বালিয়া, নারায়নপট্টি, সলঙ্গা,উওরকান্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক বৃন্দ ও ছাত্ররা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

 

এ ছাড়া ও বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক,সহকারী শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস,এম আঃ সামাদ।উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় বালিয়া ইউনিয়নের ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন সর্বমোট ৫৮ টি ইভেন্টে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি বৃন্দ।