ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে, ময়মনসিংহে এসআই মনিরুজ্জামানের মৃত্যু

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) নামের এক পুলিশের উপ-পরিদর্শকের (এসআই) এর মৃত্যু হয়েছে।

 

সোমবার (১২ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার দুবার চর গ্রামের দক্ষিণ নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ সদর কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন সিএনএনবাংলা২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রোবাসে করে একা ময়মনসিংহে ফিরছিলেন।

 

পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। এতে এসআই মনিজ্জামান ও গাড়ির চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।