ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁ-২ আসনের নির্বাচন জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২

নওগাঁ প্রতিনিধি

 

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে যাওয়া ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- ধামইরহাট উপজেলার বীরগ্রামের সাজেদুরের ছেলে মাহমুদুর (১৯) ও একই এলাকার আব্দুল আলিমের ছেলে কারিমুল হোসেন (১৪)। এদের মধ্যে একজনের বুকে নৌকার ব্যাজ দেখা যায়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরিফুর রহমান।

 

এর আগে সকাল ৮টা থেকে একযোগে ১২৪ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের মোট ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

 

ধামইরহাট ও পত্নীতলা উপজেলা উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন গঠিত। গত ২৯ ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষণা করা হয়। এরপর নতুন করে ফের নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।