ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীরা কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম: নানা প্রতিবন্ধকতা মাড়িয়ে সমাজে মানুষের কল্যাণে নিয়োজিত ব্যবসায়ী-উদ্যোক্তারা কর্মসংস্থানের মাধ্যমে দেশকে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

ট্রাস্টেড শিপিং লাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদ বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার প্রতিও আমার বিশেষ আকর্ষণ রয়েছে।

খেলাধুলা মানসিক বিকাশে বিশেষ সহায়ক হিসেবে কাজ করে। তাই শিশু-কিশোরদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার জন্য খেলাধুলার প্রতি উৎসাহিত করার চেষ্টা করি।
প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, সিনিয়র জার্নালিস্ট ফোরাম- চট্টগ্রামের সভাপতি মইনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েতউল্লাহ।

মোহাম্মদ রাশেদকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মাননা স্মারক প্রদান দেওয়া হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট