ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কারওয়ান বাজার আগুন নিয়ন্ত্রণে, মা-শিশুসন্তান দগ্ধ

নিজস্ব প্রতিবেক ঢাকা:

রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে আগুনের ঘটনায় নাজমা (২৫) নামে এক নারী দগ্ধ হয়েছে, এসময় তার শিশুসন্তানও দগ্ধ হয়েছে বলে জানা যায়। শিশুটির নাম নজরুল।

শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাতে মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে নাজমার স্বামী ওমর ফারুক শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসে। ওমর ফারুক জানান, তারা কারওয়ান বাজারের মাছবাজারে কাজ করেন এবং মোল্লাবাড়ি বস্তিতে থাকেন।

ওমর ফারুকের ধারণা করছে প্রচণ্ড শীতের কারণে বস্তিতে কেউ আগুন পোহানোর সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) জানান, কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও তার শিশু সন্তান দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে (এফডিসির সামনে) ১৩ জানুয়ারি রাত ২ টার ২৩ মিনিটে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট কাজ করে। মোল্লাবাড়ি বস্তির আগুন রাত ৩ টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে।