ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাকান্দা মডেল থানা পরিদর্শনে এসপি মাছুম আহাম্মদ

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

 

ময়মনসিংহের তারাকান্দা মডেল থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশের প্রধান মো. মাছুম আহাম্মদ ভূঞা এসপি। বুধবার (১৭ ডিসেম্বর ) ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তারাকান্দ থানা পরিদর্শন করেন।

এ সময় তারাকান্দা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. ওয়াজেদ আলী পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

পরে তিনি থানার বিভিন্ন ইউনিট ঘুরে ফিরে দেখেন, প্রয়োজনীয় নোট সংগ্রহপূর্বক কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজ-খবর নেন।

পরে জাতীয় পতাকার বেদীতে সালাম গ্রহণ শেষে মূল ভবনে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট সমূহ, পুরাতন ভবন, আবাসিক ভবন ও বাগান পরিদর্শন শেষে দাপ্তরিক কাগজপত্রে চোখ রাখেন।

পরে থানার সকল অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।