ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে ইউনিয়নের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক:

মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদার।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে। এ সময় প্যানেল চেয়ারম্যান ছৈয়দুল করিম, সচিব নুরুল কাদের সহ মেম্বার, ডাব্লিউএফপি প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বেসরকারী উন্নয়ন সংস্থা এসএআরপিভি প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় ছোট মহেশখালী ইউনিয়নের বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় সরকারি বেসরকারি বিভিন্ন খাতের উন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪