ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটে বিশ্ব কবিমঞ্চের সংবর্ধনা ও শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

 

সিলেটে বিশ্ব কবিমঞ্চ সিলেট জেলা শাখা আয়োজনে সংবর্ধনা ও শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সিলেটের নজরুল একাডেমিতে ডা. কবি শামসুন নুর মানবের সভাপতিত্বে সংবর্ধনা ও শীতকালীন কবিতা উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

অনুষ্ঠানে বিশ্ব কবিমঞ্চ কানাডা টরেন্টো শাখার সভাপতি কবি রোখসানা বেগম ও সংযুক্ত আরব-আমিরাত শাখার সভাপতি কবি রিন্টু সূত্রধর রিকিকে সংবর্ধনা জানানো হয়।

আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতের আগরতলার কবি ও সঙ্গীত শিল্পী দেবাঞ্জনা সেন। মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি পুলক কান্তি ধর।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব কবিমঞ্চ সিলেট শাখার সম্পাদক কবি অসীম পাল, অধ্যাপক শাহীন আহমেদ।

কবিতা পাঠ করেন কবি নিপু মল্লিক, কবি ইসমত আরা, টরেন্টো শাখার সভাপতি কবি সৈয়দা রোকসানা বেগম, ইউএই শাখার সভাপতি কবি রিন্টু সুত্রধর রিকি, কবি চন্দ্র শেখর দেব, শ্রাবণী দাস বিথী প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন আগরতলার শিল্পী দেবাঞ্জনা সেন এবং সিলেটের শিল্পী তমালী চক্রবর্তী।

কুঁড়েঘর এর পক্ষ থেকে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও আকাশ চৌধুরীকে সম্মাননা তুলে দেন দেবাঞ্জনা সেন।