ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

“শিক্ষার গুনগত মান উন্নয়নে পদক্ষেপ নিয়েছে সরকার”

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যালয়ের মাঠে শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় নতুন শিক্ষা কারিকুলাম,বাল্য বিবাহ, ইভটিজিং ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মোঃ ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে
কক্সবাজার জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দীন বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি হলে এলাকায় চুরি,ডাকাতি, ইভটিজিং,বাল্য বিবাহসহ সব অপরাধ কমে যাবে। বর্তমান সরকার নতুন কারিকুলামে শিক্ষার গুনগত মান উন্নত করে তুলতে পদক্ষেপ গ্রহণ করেছে। তাই এ স্মার্ট শিক্ষা নীতি অনুসরণ করতে হবে। এসময় তিনি প্রতিষ্ঠানটি এমপিও হওয়ার পথে তাই শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হওয়ার কথা বলেন। এজন্য বিদ্যালয়ে এসে বাবা-মা সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। শেষে তিনি বিদ্যালয়ের কার্যক্রমের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মওলার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান,রামু কলেজের অধ্যাপক মোঃ ইজ্জত উল্লাহ, জারাইলতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোছাইনুল ইসলাম, সাবেক শিক্ষক আহমুদুর রহমান,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এসআই মিঠুন, সাবেক মেম্বার আহসান উল্লাহ প্রমুখ।