ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন করেছে এনওয়াইএম ইয়ুথ ফাউন্ডেশন

চট্টগ্রাম ব্যুরো:

স্রষ্টার সৃষ্টির সেবায় আন্ততৃপ্তি আমাদের মিশন- শ্লোগানে মুহাব্বত, ঐক্য, শৃঙ্খলা, সুশিক্ষা, ত্যাগ ও সেবা মূলনীতির উপর ভিত্তি করে, আর্তমানবতার সেবায় নিবেদিত চন্দনাইশের স্বেচ্ছাসেবি যুব সংগঠন এনওয়াইএম তথা নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশনের পরিবেশ রক্ষায় সবুজায়ন প্রকল্পের উদ্যোগে ২ আগস্ট দুপুর ২ টা পর্যন্ত বরমা ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষরোপন করা হয়েছে।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, ফিন্যান্স বিভাগের প্রভাষক মুহাম্মদ আবুল মনসুর ও গভর্নিং বডির সদস্য মোহাম্মদ সেলিম।

 

এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাবরিনা চৌধুরী ইমু, সিনিয়র সদস্য মুহাম্মদ আসিফ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম ইমন, প্রচার সম্পাদক ইমন উদ্দিন মানিক, সদস্য তাহমিনা সুলতানা, সাইফা চৌধুরী প্রমুখ।

 

এইচ নএম কাদের,সিএনএন বাংলা২৪