ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা:

গাইবান্ধার পত্রিকা জনসেনার স্টাফ রিপোর্টার মোস্তফা কামালের সঙ্গে প্রতিবেশী লেচু গংয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এঅবস্থায় গত মঙ্গলবার মোস্তফা কামাল বাসা থেকে বের হয়ে শহরে যাবার উদ্দেশ্যে রওনা দিলে প্রতিপক্ষ লেচু, বিপুল, শরিফুল, সাজেদা, রফিকুল লোহার রড, লাঠি, ধারালো অস্ত্রসহ হত্যার উদ্দেশ্য হামলা চালায় এবং পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। মোস্তফা কামাল চিৎকার দিলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়।

পরে আসামিদের বিচারের দাবিতে মোস্তফা কামালের পিতা আব্দুস সামাদ বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: