ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ

পাবনা প্রতিনিধি:

পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সদর উপজেলার ইউনিয়ন পর্যায় নেতাকর্মীদের হাতে ১হাজার শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি ) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মিঠু আহমেদ, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা সেচ্ছসেবকলীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।