ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ স’লিপক:

সিলেট টু শ্রীমঙ্গল ভায়া মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) সিলেট নগরীর টার্মিনাল রোডের আছমা ম্যানশনস্থ প্রধান কার্যালয়ে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রুপের ২০২৩ সালের আয় ব্যয় হিসাব অনুমোদন, বার্ষিক আয় বন্টন ও বিভিন্ন রুটে গাড়ী চলাচল সহ গ্রুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে গ্রুপের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দ সহ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়।

গ্রুপের সভাপতি শাহ নূরুর রহমান শাহনূরের সভাপতিত্বে বার্ষিক অডিট রিপোর্ট পেশ করেন সেক্রেটারী মোঃ আব্দুল কাইয়ূম।

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাজী সৈয়দ মৌরশ আলী, সহ-সভাপতি সামছুদ্দিন বাবুধন, মোক্তার আহমদ, পারভেজ মিয়া, আব্দুল আজিজ, নির্বাহী সদস্য হাজী কয়েছ উদ্দিন, অরুন দেব, হাজী ফরিদুর রহমান, আফতাব উদ্দিন, পানসুর আলী, রায়হান হোসেন, হাজী নূর মিয়া, সৈয়দ রৌশন আলী, বিজিত তমাল দেব, বেলাল আহমদ, নূরুল ইসলাম রুপম, লয়লু মিয়া প্রমুখ।